ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

করোনার সংকট মোকাবিলায় নেতাদের নির্দেশ খালেদার

করোনার সংকট মোকাবিলায় দলের সিনিয়র নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া। ঈদ পরবর্তী দলের মহাসচিবসহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। দলের একাধিক সূত্র জানায়, একই সঙ্গে ম্যাডামের পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আবার জামিন আবেদন করে স্থায়ী মেয়াদ বৃদ্ধির জন্য সব রকমের পদক্ষেপ নিতেও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে দলের একাধিক নেতা জানিয়েছেন, ম্যাডাম খালেদা জিয়া শীর্ষ নেতাদের উদ্দেশে বলেছেন, দেশ ও দলের সুদিন ফিরে আসবে। দল ও জোটের নেতাদের হতাশ না হয়ে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এরশাদ সরকারের শাসনামলের ক্রান্তিকাল পেরিয়ে ক্ষমতায় আসার কথা স্মরণ করে শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, সব ঠিক হয়ে যাবে। কালো মেঘ একদিন কেটে যাবে। সুস্থ হলে আবার তিনি দলের হাল ধরবেন বলেও জানিয়েছেন নেতাদের।আড়াই বছর পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাক্ষাৎকালে আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসনকে মুক্ত করতে না পারার ব্যর্থতায় অনুতপ্ত হওয়ার কথা বলেন শীর্ষ নেতারা। এ সময় খালেদা জিয়া বলেন, কে কী বলেছেন, কী করেছেন সবই জানি। জেলে থেকেও সব খবরই পেয়েছি আমি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থাকতে দলের নেতাকর্মীকে পরামর্শ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে তারা সারাদেশে দলীয় ত্রাণ তৎপরতা পরিস্থিতি তুলে ধরেছেন। ব্যারিস্টার মওদুদ জানান, খালেদা জিয়ার মানসিক অবস্থা ভালো। শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। অপরদিকে ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশানের বাসভবন ফিরোজায় নীতিনির্ধারক নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় খালেদা জিয়ার।রহমান মান্নার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের ঘটনায় অনেক দিন পর রাজনৈতিক অঙ্গনে কিছুটা আলোচনার আবহ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, দীর্ঘদিন পর খালেদা জিয়ার সঙ্গে দল ও জোটের নেতাদের এ সাক্ষাৎ বা বৈঠকে পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে মতবিনিময়ের সুযোগ হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যা খুবই স্বাভাবিক। খালেদা জিয়া প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেলে হয়তো ধীরে ধীরে বিএনপি তার সমমনাদের নিয়ে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। অবশ্য শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়া খালেদা জিয়ার সরাসরি রাজনৈতিক বিষয়ে তার কথা বলার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে।

ads

Our Facebook Page